Home » নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী : জেরেমি হান্ট

নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী : জেরেমি হান্ট

ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্টকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। গতকাল বুধবার তাকে নিয়োগ দেওয়া হয়। এর আগে সোমবার বরিস জনসন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন।
খবরে বলা হয়, সোমবার বরিস জনসন পদত্যাগ করার পরপরই প্রধানমন্ত্রী থেরেসা স্বাস্থ্যমন্ত্রী হান্টকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের কথা বলেন। তবে গতকাল তার নিয়োগের বিষয়টি জানানো হয়।’
মঙ্গলবার প্রধানমন্ত্রী মে মন্ত্রিপরিষদের বৈঠক করেন যেখানে দুই শীর্ষ মন্ত্রীর পদত্যাগের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হয়। মূলত ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রীর নীতির সঙ্গে মতবিরোধের জের ধরে পদত্যাগ করেন বরিস জনসন।’
এদিকে, জনসনের আগে সাবেক ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস ও তার এক উপমন্ত্রীও পদত্যাগ করেন। নতুন পররাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষায় দক্ষ।’

খবর আল জাজিরার

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *