Home » ভারতের ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

ভারতের ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আজাদ কাশ্মীরের লাইন অব কন্ট্রোল (এলওসি)-এর কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম ডনের অনলাইন সংস্করণে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, কোয়াডকপ্টারটি সীমান্তের ওপার থেকে নজরদারি চালানোর চেষ্টা করছিল। তখনই পাকিস্তানি সেনারা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সেটিকে গুলি করে নামিয়ে আনে।

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগাম ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এটি ২০০০ সালের পর কাশ্মীর অঞ্চলে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামের একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করে।

ভারত তেমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ না দিয়েই হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে বলে দাবি করে। অন্যদিকে পাকিস্তান জোরালোভাবে যেকোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

সূত্রের বরাতে ডন জানায়, কোয়াডকপ্টারটি আজাদ কাশ্মীরের ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে নজরদারির চেষ্টা করছিল। পাকিস্তান সেনাবাহিনী তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে শত্রুর এই কৌশল ব্যর্থ করে দেয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *