Home » মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

আজ সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রাত ২টা ১৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ছাড়বে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে ধর্ম মন্ত্রণালয়।

ঢাকা থেকে সব হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন হবে শাহজালাল বিমানবন্দরে। এরই মধ্যে ৮৭ হাজার হজযাত্রীর ৭৯ ভাগেরই ভিসা হয়েছে। এবার হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত।

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হজ। এই ফরজ ইবাদত পালনে প্রতিবছর বিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম সমবেত হন সৌদি আরবে।

এ বছর বাংলাদেশ থেকে হজে যাবেন ৮৭ হাজার ১০০ যাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০। আজ সোমবার সন্ধ্যায় উদ্বোধন হবে হজ ফ্লাইটের। এরই মধ্যে আশকোনায় ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।

বিমানবন্দরের এডিসি আরিফুল ইসলাম, হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে আশকোনা হজ ক্যাম্পে। হজরত শাহজালাল বিমানবন্দরে হবে সৌদি অংশের। নিরাপত্তায় সার্বক্ষণিক দুই শতাধিক পুলিশের পাশাপাশি থাকবে গোয়েন্দা নজরদারি।

হজ এজেন্সি এসোসিয়েশনের বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, বিমান বাংলাদেশসহ তিনটি এয়ারলাইন্সের ২৩২টি ফ্লাইটে এ বছর হজযাত্রী পরিবহন করবে। এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি যাত্রীর ভিসা হয়েছে। এখন পর্যন্ত কোনো জটিলতা তৈরি হয়নি।

চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৪ বা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *