শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:
প্রচার প্রচারণায় জম-জমাট সিলেট মহানগরী। চারদিকে বিরাজ করছে নির্বাচনী উৎসব। সিলেট সিটি কর্পোরেশনের চতুর্থ নির্বাচনকে কেন্দ্র করে এই উৎসব বা যুদ্ধ। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ হয়েছে মঙ্গলবার সকালে। এর পরপরই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। প্রতীক বরাদ্দের পর বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান প্রথমেই ছুটে যান হযরত শাহজালাল (র.) এর মাজারে। সেখানে তিনি দলীয় নেতৃবৃন্দকে নিয়ে প্রথমে জেয়ারত ও মোনাজাত করেন। এরপর দরগাহ এলকার ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন। কামরান প্রচারণার সময় অতীতের মতো ভবিষ্যতেও নগরীর উন্নয়ন ও নগরবাসীর খেদমতে সবার সহযোগিতা পাওয়ার প্রত্যাশা করেছেন।
এরপর সদ্য সাবেক মেয়র, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীও দরগাহ প্রাঙ্গনে উপস্থিত হন।
তিনিও মাজার জেয়ারত ও মোনাজাত শেষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। তিনি নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিমসহ অন্য প্রার্থীরাও প্রচারণা শুরু করেছেন।
মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত অবশ্য দুয়েকজন কাউন্সিলার প্রার্থীর পক্ষেও মাইকিং করতে শোনা গেছে।