Home » পেহেলগামকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান

পেহেলগামকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান

পেহেলগামকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আর তাতে সব সহযোগিতার আশ্বাস দেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বলেন।

খোয়াজা আসিফের দাবি, ভারত ‘অভ্যন্তরীণ রাজনৈতিক’ কারণে ও সিন্ধু জলচুক্তি বন্ধ করবে বলেই এই জঙ্গি হামলার ঘটনাকে সামনে রাখছে।

পাকিস্তানের এই মন্ত্রী বলছেন, পাকিস্তানের বিরুদ্ধে ‘কোনো তদন্ত, প্রমাণ’ ছাড়াই ভারত এসব পদক্ষেপগুলো নিয়েছে।

কাশ্মীরের পেহেলগামে ২৬ পর্যটক হত্যার জেরে উত্তেজনা পাকিস্তান-ভারতে। এ ঘটনায় ইসলামাবাদ ও জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাকে দুষছে দিল্লি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জঙ্গিদের খুঁজে বের করে মোক্ষম জবাব দেওয়া হবে। অন্যদিকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেনো পাকিস্তানে না যায় সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পানিসম্পদমন্ত্রী সিআর পাতিল। আর ভারতীয় সেনাবাহিনীর দাবি, শনিবার রাতেও নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

পেহেলগাম হামলার পরপরই জম্মু-কাশ্মীরে জোর অভিযানে চালাচ্ছে ভারতের নিরাপত্তা বাহিনী। গতকাল শুক্রবার গুড়িয়ে দেয়া হয়েছে লস্কর কমান্ডার শাহিদ আহমেদসহ ৫ হামলাকারীর বাড়ি।

এদিকে, উত্তেজনা প্রশমনে ভারত-পাকিস্তানকে মধ্যস্ততার প্রস্তাব দিয়েছে সৌদি আরব ও ইরান। তবে এই উত্তেজনার নিরসন ভারত-পাকিস্তান নিজেরাই করবে বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *