Home » পাকিস্তানিদের জন্য ভারতের সব ভিসা স্থগিত

পাকিস্তানিদের জন্য ভারতের সব ভিসা স্থগিত

কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সুবিধা স্থগিত করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাকিস্তানিদের জন্য যে ভিসাগুলো ইতিমধ্যে ইস্যু করা হয়েছে, সেগুলো আগামী ২৭ এপ্রিল থেকে বাতিল হয়ে যাবে। তবে চিকিৎসা ভিসা বহাল থাকবে ২৯ এপ্রিল পর্যন্ত।

যে সব পাকিস্তানি এই মুহুর্তে ভারতে অবস্থান করছেন, তাদের এই সময়ের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।

এবার পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বাতিল করল ভারত এবার পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বাতিল করল ভারত
এছাড়াও ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে যারা এখন পাকিস্তানে অবস্থান করছেন তাদের অবিলম্বে ভারতে ফিরে আসতে বলা হয়েছে।

এর আগে বুধবার পাকিস্তানি নাগরিকদের জন্য সার্ক ভিসা নিয়ে ভারত ভ্রমণের সুবিধা বাতিল করে ভারত। এক বিশেষ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য নিশ্চিত করে জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত দেশটির নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি- ক্যাবিনেট কমিটি অন সিকিওরিটি বা সিসিএসের বৈঠক থেকে এ সিদ্ধান্তগুলো এসেছে।

এর আগে পাকিস্তানের সঙ্গে থাকা অভিন্ন নদী সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি বাতিল করে ভারত।

ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জনের পর ১৯৬০ ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ অভিন্ন নদী সিন্ধু নদের পানিবণ্টনের বিষয়ে দেশ দুটি চুক্তিতে উপনীত হয়েছিল। দুটি দেশের মধ্যে নানা সময়ে বৈরী পরিস্থিতি থাকলেও সময়ে সময়ে এই চুক্তি নবায়ন হয়ে আসছে।

পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি বাতিল করল ভারতপাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি বাতিল করল ভারত
এটি ছাড়াও পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথাও জানান বিক্রম মিশ্রি।

ভারতের পররাষ্ট্র সচিব জানান, সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারত ভ্রমণ করতে পারবেন না। যারা ওই ভিসায় বর্তমানে ভারতে আছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।

এছাড়া দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে থাকা দেশটির সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ভারতে অবাঞ্ছিত ঘোষণা করে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। একই সঙ্গে জানানো হয়, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদেরও দিল্লিতে ফিরিয়ে আনা হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *