Home » ওলমোর দুর্দান্ত গোলে স্বস্তির জয় বার্সেলেনার

ওলমোর দুর্দান্ত গোলে স্বস্তির জয় বার্সেলেনার

লা লিগায় শিরোপা লড়াইয়ে এগিয়ে রয়েছে বার্সেলোনা। তবে তাদের সঙ্গে এখনও চ্যালেঞ্জ জানাচ্ছে রিয়াল মাদ্রিদ। এর মাঝেই ঘরের মাঠে মায়োর্কাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরও একটি ধাপ এগিয়ে গেল কাতালানরা। রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান সাত।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে একাদশে ৭টি পরিবর্তন আনেন বার্সা কোচ হান্সি ফ্লিক। ছয় মাসের মধ‍্যে প্রথমবার শুরুর একাদশে নামেন আনসু ফাতি। বাইরে থাকেন রাফিনিয়াসহ প্রথম পছন্দের বেশ কয়েকজন। মূলত, কোপা দেল রের ফাইনালের আগে তাদের বিশ্রাম দিতে চেয়েছেন এই জার্মান কোচ।

একাদশে পরিবর্তন আনলেও বার্সা আক্রমণে কোনো ঘাটতি দেখা যায়নি। ঘরের মাঠে দ্বাদশ মিনিটে প্রথম বড় সুযোগ পায় বার্সেলোনা। ডি বক্সের বাইরে থেকে ফেররান তরেসের জোরাল শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক রোমান। ফিরতি বলে লামিনে ইয়ামালের শটও ব‍্যর্থ করে দেন তিনি।

২৭তম মিনিটে ইয়ামালের দুর্দান্তে পাসে সুযোগ পান ওলমো। স্প‍্যানিশ মিডফিল্ডারের শট ঝাপিয়ে ব‍্যর্থ করে দেন মায়োর্কা গোলরক্ষক। দুই মিনিট পর গাভির শট মায়োর্কার একজনের পায়ে লেগে দিক পাল্টে পোস্টে লেগে ফেরে। পরের মিনিটে ইয়ামালের শট রোমান ঝাঁপিয়ে ফেরানোর পর বিপজ্জনক জায়গা বল পেয়ে যান আরাউহো। কিন্তু তিনি শট লক্ষ‍্যে রাখতে পারেননি।

৪৫তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠায় মায়োর্কা। কিন্তু অফসাইডের জন‍্য মেলেনি গোল। প্রথমার্ধে গোলের জন‍্য ২৪টি শট নেয় বার্সোলনা, এর ছয়টি ছিল লক্ষ‍্যে। মায়োর্কা গোলের জন‍্য এই সময়ে কোনো শটই করতে পারেনি। তাই গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই এগিয়ে যায় স্বাগতিকরা। গার্সিয়ার কাছ থেকে ডি বক্সে বল পান ওলমো। ব্লক করে পা বাড়িয়ে দিয়েছিলেন মায়োর্কা ডিফেন্ডার। তার পায়ের ওপর দিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন স্প‍্যানিশ মিডফিল্ডার।

৭৯তম মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ইয়ামাল। পেদ্রির রক্ষণ চেরা পাসে গোলরক্ষককে একা পান স্প‍্যানিশ তারকা। কিন্তু রোমানকে পার করতে পারেননি তিনি।

পরের মিনিটে পাউ ভিক্তরের গতিময় শট ফেরান মায়োর্কা গোলরক্ষক। পরে ইয়ামালের শটও ব‍্যর্থ করে দেন তিনি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফের ভিক্তরের শট ফেরান রোমান। বাকি সময়ে বল দখলে রেখে কাটিয়ে দিয়ে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে ৩৩ ম‍্যাচে ২৪ জয় ও চার ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৩২ ম‍্যাচে ৬৯ পয়েন্ট তাদের পেছনে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর ৩৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাতে আছে মায়োর্কা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *