Home » বালুচরের ডেভিল শাহজাহান গ্রেফতার : ছাড়িয়ে নিতে তদবির

বালুচরের ডেভিল শাহজাহান গ্রেফতার : ছাড়িয়ে নিতে তদবির

সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ডেভিল শাহজাহানকে গ্রেফতার করেছে শাহপরান (রা.) থানা পুলিশ। সোমবার রাত ৮ টায় নগরীর টিলাগড় পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহজাহান ৩৬নং ওয়ার্ডের বালুচরের আল ইসলাহ এলাকার মৃত ইনসান আলীর ছেলে এবং মহানগর আওয়ামী লীগের সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রা.) থানার ওসি মোঃ মনির হোসেন।

শাহজাহানের বিরুদ্ধে সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও বালুচর আল্ ইসলাহ্ এলাকায় চাঁদাবাজি ও ভাংচুর লুটপাট মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। স্থানীয় সুত্রে জানায়, গত ৫ আগস্টের পর বিএনপির কিছু অসাধু নেতাদের টাকা দিয়ে ম্যানেজ করে সে প্রকাশ্যে ঘুরাফেরা করে। এছাড়া সে বিএনপিতে যোগদানেরও চেষ্টা করে যাচ্ছিলো।

আটকের পরপর বিএনপির কিছু নেতারা থানায় দৌড়ঝাঁপ শুরু করেন। তবে পুলিশ শাহজাহানকে ছাড়েনি। শাহজাহান বালুচরের সন্ত্রাসী হিরন মাহমুদ নিপুর সহযোগী এবং স্হানীয় এক ভুয়া ফটো সাংবাদিকের পরিচিত।

গত ৫ আগষ্টের পর কথিত সেই সাংবাদিকের মাধ্যমে শাহজাহান বিএনপিতে যোগদানের চেষ্টা করে। স্হানীয় ঐ সাংবাদিক ইতিমধ্যে নিজেকে কাউন্সিলর ভাবতে শুরু করেছন বলে স্হানীয় সুত্রে জানা যায়।

Share this:

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *