Home » ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত চার

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত চার

অনলাইন ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।গতকাল রোববার (৬ এপ্রিল) একটি বাড়িতে ওই হামলা করা হয়। এতে আহত হন ২০ জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে চারজন নারী ও শিশু রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর আল-জাজিরার।যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো রাজধানী সানার পশ্চিমে বানি মাতার জেলার আল-জাবাল আল-আসওয়াদ এলাকায় আরও তিনটি বিমান হামলা চালায়। তবে এই হামলাগুলোর ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

এর আগে হুথি গোষ্ঠী জানায়, রাতে তাদের ঘাঁটি সা’দা প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত দুইজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।হুথিদের টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ একটি ভিডিও সম্প্রচার করে যেখানে একটি দুই তলা ভবন ধসে পড়তে দেখা যায়, যেটিকে তারা বিমান হামলার ফল বলে দাবি করেছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইয়েমেনে শুরু হওয়া তীব্র এই বিমান হামলা হুথিদের লক্ষ্য করে চালানো হচ্ছে।

গত মাসে ট্রাম্পের নির্দেশে এই হামলা অভিযান পুনরায় শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে বহু মানুষ নিহত হয়েছে। অনেক বেসামরিক নাগরিক, সম্পূর্ণ পরিবার এবং সেনারা এই হামলার শিকার হয়েছেন। পাশাপাশি ধ্বংস হয়েছে সামরিক ঘাঁটিও।হোয়াইট হাউস জানিয়েছে, এখন পর্যন্ত ২০০-রও বেশি বিমান হামলা চালানো হয়েছে।

হুথিরা জানায়, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় মানবিক সাহায্য ঢুকতে না দেওয়ার প্রতিবাদে এবং যুদ্ধ পুনরায় শুরুর প্রতিক্রিয়ায় তারা ইসরায়েল-সম্পর্কিত জাহাজগুলোতে হামলা আবার চালানোর ঘোষণা দেয়। গত ১৮ মার্চ শেষ হওয়া ছয় সপ্তাহের যুদ্ধবিরতির পরই এই ঘোষণা আসে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *