Home » মধ্যে রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেজরটিলা বাজারে সংঘর্ষে

মধ্যে রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেজরটিলা বাজারে সংঘর্ষে

সিলেটে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে নগরীর মেজরটিলা বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহম্মদ সজিব খান।

জানা যায়, সিলেট জেলা বিএনপির এক নেতা ও যুবদল কর্মী কবীরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের অনুসারীদের মধ্যে মেজর টিলা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহপরান থানার ওসি (তদন্ত) রসুল সামদানী আজাদ আপেল বলেন, বিএনপি ও যুবদলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। দুইপক্ষ বুধবার বিষয়টি মিমাংসা করবে বলে আমাদের জানিয়েছে।

পরে সেনাবাহিনী মেজরটিলা বাজারে উপস্থিত হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *