Home » হঠাৎ কেন যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন হামজা

হঠাৎ কেন যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন হামজা

দেশের হয়ে দায়িত্ব সেরে আবারও ক্লাব ফুটবলে মনোনিবেশ করবেন হামজা চৌধুরী। আজ তাই দেশ ছেড়ে পাড়ি জমাবেন যুক্তরাজ্যে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য ফিরে যাচ্ছেন সাবেক প্রিমিয়ার লিগ তারকা।

শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে ইতোমধ্যেই পৌনে ১০টায় ঢাকা ছেড়ে গেছে তাকে বহনকারী বিমান। বিমানটি সিলেট হয়ে ম্যানচেস্টার যাওয়ার কথা। জুনের ১০ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আবারও বাংলাদেশে আসবেন এই তারকা ফুটবলার।

এর আগে গতকাল ভারতের শিলং থেকে বাংলাদেশ ফুটবল দল ঢাকায় পৌঁছেছে। বুধবার সকালে শিলং থেকে রওনা হয়ে গৌহাটি বিমানবন্দর থেকে কলকাতা হয়ে তারপর ঢাকায় পোঁছান জামাল ভূঁইয়ারা।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। একাধিক সহজ সুযোগ হাতছাড়া করার আক্ষেপ রয়েছে। তবে ইংলিশ লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর অভিষেকে দলে একটা ভিন্ন মাত্রা যোগ হয়েছে। অভিষেকেই তিনি নজর কেড়েছেন সবার।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *