সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বুধবার (২৬ মার্চ) ভোরে জকিগঞ্জ আটগ্রাম-সিলেট সড়কের সামনে চেকপোস্ট পরিচালনা করে এসম মাদক জব্দ করা হয়।
পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ আটগ্রাম-সিলেট সড়কের কাজলসার ইউনিয়নের আটগ্রাম মসজিদের সামনে চেকপোস্ট পরিচালনা কালে কালীগঞ্জ থেকে সিলেট অভিমুখে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেট কারের বডির নিচের অংশে সুকৌশলে লুকানো পলিপারযুক্ত প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।