Home » সিলেটে ছাত্রাবাসে তরুণীকে ধর্ষণের বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই

সিলেটে ছাত্রাবাসে তরুণীকে ধর্ষণের বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ।

আজ সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এদিন ছাত্রলীগের নেতাদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাতে না হয় সেজন্য আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপক্ষের করা আপিলটি অ্যাটর্নি জেনারেল অফিস প্রত্যাহার করে নেয়।

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতা–কর্মী। এ ঘটনায় তাঁর স্বামী বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং দুজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

মামলার এজাহারে ছাত্রলীগ নেতা সাইফুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণে জড়িত থাকা এবং অপর দুই জনের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার কথা উল্লেখ করে পুলিশ। মামলাটির অভিযোগ গঠন হলেও এখনো শুনানি শুরু হয়নি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *