Home » লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে ইউনূস-গুতেরেস

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে ইউনূস-গুতেরেস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ শুক্রবার উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন।

এর আগে মিয়ানমারের পরিস্থিতি এখনো অশান্ত, তাই ভবিষ্যতে উন্নতি হলে নিজভূমে ফিরে যেতে পারবেন রোহিঙ্গারা এ-কথা বলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এ ব্যাপারে আর্ন্তজাতিক সম্প্রদায় সহায়তা করবে বলেও জানান তিনি। এসময় বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করেছে উল্লেখ করে প্রশংসা করেন গুতেরেস। রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বলা হচ্ছে বলেও জানান জাতিসংঘ মহাসচিব। এসময় রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের জন্য ক্যাম্পের কী কী পরিবর্তন আনা যেতে পারে-সে বিষয়ে জানতে চান আন্তোনিও গুতেরেস।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমি কয়েকবার আরাকান রাজ্যে গিয়েছি, সেখানকার পরিস্থিতি এখনো শান্ত হয়নি। ভবিষ্যতে যদি কখনো শান্ত হয় তাহলে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। এ ব্যাপারে আন্তর্জাতিক মহল কাজ করছে।’

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমান বন্দর থেকে সরাসরি উখিয়ায় যান। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসাথে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *