Home » আমিনবাজারের পাওয়ার গ্রিডের আগুন

আমিনবাজারের পাওয়ার গ্রিডের আগুন

ঢাকার সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে লাগা ওই আগুন সকাল সোয়া ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, আনসার ও র‍্যাবের সদস্যরা সহযোগিতা করেন।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের টেলিফোন অপারেটর শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সোয়া ৭টার দিকে ওই পাওয়ার গ্রিডে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।

তিনি জানান, প্রথমে সাভার ও ট্যানারী ফায়ার স্টেশন থেকে মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় আশপাশের স্টেশন থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে ফায়ার সার্ভিস বলছে, তবে কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের উপ–পরিচালক সালেহ উদ্দিন জানান, একটি ট্রান্সফরমারে আগুন লাগে, তা ছড়াতে পারেনি। আগুনের কারণ অনুসন্ধানে কাজ চলছে। কমিটি হবে এরপরই কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।

তিনি জানান, নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি, তবুও সেটি অনুসন্ধান করা হবে। বিদ্যুতের কোনো প্রভাব পড়েনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *