চলছে পবিত্র মাহে রমজান। আর এ মাসটিকে উপলক্ষ করে নতুন দু’টি ইসলামী গান প্রকাশ করছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। দু’টি গান গেয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও কাজী শুভ। আর গান দু’টির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। ইমরানের গাওয়া ইসলামী গানটির শিরোনাম ‘তুমি মেহেরবান’। গানটির সুর করেছেন ইমরান। এ গায়ক বলেন, বেশ অন্যরকম কথার একটি ইসলামী গান করেছি এবার।
পবিত্র রমজানের এই মাসে গানটি প্রকাশ পাচ্ছে। তাই অন্যরকম ভালো লাগা কাজ করছে। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে। এদিকে কাজী শুভ’র গাওয়া গানটির শিরোনাম ‘দমে দমে তোমায় জপি’। গানটির সুর করেছেন কাজী শুভ। এ গান প্রসঙ্গে তিনি বলেন, এ গানটির মাধ্যমে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আকুতি জানানো হয়েছে। সবমিলিয়ে গানটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস। উল্লেখ্য, ইমরানের কণ্ঠে ‘তুমি মেহেরবান’ প্রকাশ হবে আজ সোমবার। আর তার দু’দিন বাদেই প্রকাশ হচ্ছে কাজী শুভ’র ‘দমে দমে তোমায় জপি’।