সিলেটের শাহপরাণ থানাধীন দাসপাড়ায় সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবদ দলের পর এবার ছাত্রদলও তদন্ত কমিটি গঠন করেছে। ছাত্রদলের কেউ এ সংঘর্ষে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ।
বুধবার (৫ মার্চ) রাতে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়ায় আজ সংঘটিত সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে এ ঘটনার মূল কারণ উদঘাটন এবং সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত কি-না তা খুঁজে বের করে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। তদন্ত কমিটির সদস্যরা হলেন- সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি এনামুল কবির চৌধুরী সোহেল, যুগ্ম-সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম এবং সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল কাসেম মো. সোহেল ও সদস্যসচিব রুফিয়ান আহমদ সবুজ। তদন্তে দোষী প্রমাণিতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে একই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্যসচিব শাকিল মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- দাসপাড়ার সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে এ ঘটনার মূল কারণ উদঘাটন এবং সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেউ জড়িত কি-না তা খুঁজে বের করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্যসচিবকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত মহানগরের শাহপরাণ থানাধীন দাসপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫টি গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।