কক্সবাজারের টেকনাফের সাগরে থেকে মাছ ধরার সময় নৌকাসহ ৫৬ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার কয়েকঘণ্টা পর ছেড়ে দিয়েছে মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। গতকাল বুধবার রাতে জেলেদের ট্রলারসহ ছেড়ে দিলেও ট্রলারে থাকা মাছ রেখে দেয় তারা।
বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপ থেকে দক্ষিণের বঙ্গোপসাগর থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিয়ে যাওয়া হয়েছিল বলেও অভিযোগ জেলেদের।
শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, ‘ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫৬ জন মাঝিমাল্লাকে ছেড়ে দেওয়ায় আমরা খুশি। তবে সাগরে নিরাপত্তার সাথে মাছ ধরতে প্রশাসনের সহযোগিতা চাই।’
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ছয়টি ট্রলারসহ ৫৬ জেলেকে ফেরত দেওয়া হয়েছে। তবে কী কারণে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল সেসব বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এর আগে ২৭ ফেব্রুয়ারি টেকনাফের নাফ নদী থেকে বিভিন্ন সময় মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৯ জেলেকে ফিরিয়ে এনেছিল বিজিবি।