ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল আজ। সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। এ নিয়ে সংবাদ সম্মেলন শুরুর আগেই ‘বৈষম্য’ হয়েছে দাবি করে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এ ঘটনা দেখা যায়। নতুন ছাত্রসংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। এ সময় ‘ঢাবির সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও’সহ নানান স্লোগান দিতে দেখা যায় তাদের।
মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনের স্থানে শিক্ষার্থীদের বলতে শোনা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটি মানা হবে না। কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাখতে হবে। পাশাপাশি আরেকটি দল সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে কমিটিতে না রাখার প্রতিবাদ জানায়। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কেন্দ্রিক নতুন কমিটি হওয়ার সংবাদ সম্মেলনের পাশে স্লোগান শুরু করেন তারা। ফলে পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলন।
শিক্ষার্থীদের দাবি সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদ না দেওয়ায় তারা বিক্ষোভ করছেন। এ ছাড়া তাদের উত্তরা পূর্ব ও পশ্চিমে কমিটি না দেওয়ায় তারা বিদ্রোহ করছেন।
এ সময় মঞ্জুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের এখনও উত্তরার পূর্ব ও পশ্চিমে কমিটি দেওয়া হয়নি। তারা এখন নতুন দল ঘোষণা করতে চাচ্ছেন। এটা অবশ্যই বৈষম্য।
বিক্ষোভকারী আরেক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিফাত রশিদের ভূমিকা আপনারা সবাই জানেন। তাকে বাদ দিয়ে যদি কোনও কমিটি হয় তা কখনও আমাদের ম্যান্ডেট নিয়ে হতে পারে না।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ভুলে গেলে হবে না। তাদের ছাড়া ঢাবি কমিটি আমরা কেউ মেনে নেবো না।
জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে হতে যাওয়া নতুন এই ছাত্রসংগঠনের নাম দেওয়া হবে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।
সংগঠনটির আহ্বায়ক করা হচ্ছে আবু বাকের মজুমদারকে। যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ছিলেন।