Home » ১৩ বছর প্রেমের পর রাজীব মেহজাবীনের বিয়ে

১৩ বছর প্রেমের পর রাজীব মেহজাবীনের বিয়ে

অবশেষে ১৩ বছর পর বিয়ে করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব। সামাজিক যোযোযোগ মাধ্যমে বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন মেহজাবীন।

যেখানে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘২০১২ সালের ৯ এপ্রিল—একটি বাঁকা দাঁতওয়ালা ছেলে, যার হাসি ছিল অপূর্ব, সে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি একটি শুটিং হাউসের টেরেসে দাঁড়িয়ে ছিলাম, আর সে রাস্তা থেকে আমার দিকে হাত নেড়ে দিল।’

‘আমরা মাত্র ১৫ মিনিট কথা বললাম, হাত মিলালাম, এবং যখন সে চলে গেল আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি টুকরোও তার সাথে চলে গেল। আমি তখনই বুঝে গিয়েছিলাম—এই হলো সেই মানুষ।’

তার কথায়, ‘১৩ বছর পর আজ আমরা এখানে একসাথে বেড়ে উঠছি, প্রতিটি উঁচু মুহূর্ত উদযাপন করছি এবং প্রতিটি নিম্ন মুহূর্ত কাটিয়ে উঠছি। তারা বলে সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয়—আমরা এর প্রায় দ্বিগুণ সময় পার করেছি।’

শেষে লিখেছেন, ‘২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি, আমরা আমাদের বন্ধনকে চিরতরে মজবুত করলাম, হাত ধরে এই যাত্রায় একসাথে চলার প্রতিশ্রুতি দিলাম। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার আজীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম। আমরা যখন এই নতুন অধ্যায় শুরু করছি, আমরা আপনার ভালোবাসা এবং দোয়া চাই—যেন আমাদের জীবন সুখ এবং একসাথে থাকার মধ্য দিয়ে ভরে যায়।’

প্রসঙ্গত, ২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে।

এমআইকে

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *