সিলেটের মহানগরীর ৩৪ এলাকায় সোমবার ও মঙ্গলবার (২৪ ও ২৫ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢানা নয় ঘন্টা বিদ্যুৎ বিদ্যুৎ থাকবে না।
সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামস-ই-আরেফিন প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, উপশহর ব্লক-এ, সাদারপাড়া, বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোওয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকায় সকাল ৮ থেকে বিকেল ৫ পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মিতালী টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতী সিএনজি, শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশ এলাকায় সকাল ৮ থেকে সকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।