ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নির্যাতনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইল জেলা পুলিশ তাদের গ্রেফতার করে৷
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার তিন জন হলো– মানিকগঞ্জের মুহিত, শরীয়তপুরের সবুজ ও ঢাকার শরিফ। তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গতকাল রাতে ঢাকার সাভার এলাকা থেকে এই তিন জনকে গ্রেফতার করা হয়।
এর আগে সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নির্যাতনের ঘটনা ঘটে। তিন দিন পর শুক্রবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়। বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলাটি করেন। মামলার পর পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে।