নিউজ ডেস্ক: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রতিটি বিভাগীয় শহরে একটি করে জাতীয় মানবাধিকার কমিশনের আঞ্চলিক অফিস করা হবে।
বুধবার (জুলাই ৪) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে শিশুর প্রতি শারীরিক সহিংসতাবন্ধ হোক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের সকল অর্জন আগামী প্রজন্মরাই ধরে রাখবে। তাই শিশুদের যাতে কোন ভাবেই মানবাধিকার লঙ্গন না হয় সেজন্য পরিবারে, শিক্ষা প্রতিষ্টানে এবং কর্মক্ষেত্রে শিশুদের রক্ষা করতে হবে।
মানবাধিকার চেয়ারম্যান বলেন, জাতীয় মানবাধিকার কমিশন রাষ্ট্রীয় প্রতিষ্টান। এই প্রতিষ্টানের নাম করে মানবাধিকার সেবা দেওয়ার নামে অর্থ আদায়কারী প্রতিষ্টানকে আইনের আওতায় আনার নির্দেশ দেন পুলিশ সুপারের প্রতি।
তিনি বলেন সরকার দরিদ্রদের আইনি সহায়তার জন্য সারা দেশে জেলা জজদের মাধ্যমে আইনসহায়তা কার্যক্রম চালু রেখেছেন। ঠিক তেমনি জাতীয় মানবাধিকার সংস্থার মাধ্যমে সারা দেশে একশরও বেশি প্যানেল ল‘ইয়ার কাজ করে যাচ্ছেন।
ওয়ার্ড ভিশন এনজিওর সহযোগিতা এবং জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এনামুল হাবীব । এতে আরও বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নুরুন্নাহার ওসমানী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, আওয়ামীলীগের জেলা সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এবং ওয়ার্ড ভিশনের চন্দন গোমেজ । এর আগে শিশু আইন ২০১৩, শিক্ষা মন্ত্রনালয় ঘোষনা ২০১১, হাইকোর্টের রুল ২০১০, গৃহ কর্মী সুরক্ষা ও কল্যান নীতিমালা ২০১৫ সহ জাতীয় মানবাধিকার কমিশনের সার্বিক কর্মকান্ড নিয়ে দুটো পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়।
এসময় উন্মক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহিদুর রহমান টুটুল, প্রেসক্লাব সভাপতি সদরুল আলম দুলু, আরডিআরএস প্রতিনিধি মেজবাহুন্নাহার সহ সরকারী ও বেসরকারী কর্মকর্তাগন ।
নির্বাহী সম্পাদক