Home » সিলেটে এখনো কাটেনি ভোজ্যতেলের সংকট, ফের দাম বৃদ্ধির পায়তারা

সিলেটে এখনো কাটেনি ভোজ্যতেলের সংকট, ফের দাম বৃদ্ধির পায়তারা

মাসখানেক ধরে সিলেটের বাজারে চলছে বোতলজাত ভোজ্যতেলের ঘাটতি। সয়াবিন তেলের দাম বাড়ার পাশাপাশি বাজারে মিলছে না খোলা তেলও। এতে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। কোম্পানির প্রতিনিধি কিংবা সরবরাহকারীরা পর্যাপ্ত তেল দিতে পারছেন না, ফলে তাঁরাও বাজারে ভোক্তার চাহিদা মেটাতে পারছেন না।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সিলেটের একাধিক বাজারের মুদি দোকান ঘুরে দেখা গেছে, সয়াবিন তেলের সংকটে বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়েই। বেশিরভাগ দোকানে বোতলজাত ভোজ্যতেল নেই। তবে সুপারশপগুলোতে কম-বেশি তেল পাওয়া যাচ্ছে। ভোজ্যতেলের সংকট এখনও কাটেনি। প্রায় মাসখানেক ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে ঘাটতি চলছে। বোতলে সয়াবিন তেলের সংকটে খোলা সয়াবিন তেলের দর বেড়ে গেছে। বাজারে ৮ থেকে ১০টা মুদি দোকান খুঁজেও তেল পাওয়া যায় না। পেলেও বিক্রেতারা দাম বেশি রাখেন। বাজারে বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল কিনতে গুণতে হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা। যদিও তেলের বোতলের গায়ের দাম ১৭৫ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি থেকে আমাদের আগের মতো তেল সরবরাহ করছে না। চাহিদা অর্ধেক তেলও দিচ্ছে না। এ কারণে বাজারে তেলের সরবরাহ কম। আর এই সুযোগে একটি চক্র নির্দিষ্ট দামের চেয়ে একটু বেশি দামে বিক্রি করছে। ডিলাররা বলছেন আমদানিকারকরা নাকি আগের মতো ভোজ্যতেল আমদানি করছেন না। বিশ্ববাজারে ভোজ্যতেলের দামও আগের চেয়ে বেড়েছে। এসব কারণে ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *