Home » অন্য ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলায় খরচ দ্বিগুণ বাড়বে

অন্য ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলায় খরচ দ্বিগুণ বাড়বে

অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে টাকা তোলায় খরচ বাড়ছে। এবার থেকে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে একবারে ২০ হাজার টাকার বেশি বা মাসে ৫ বারের বেশি টাকা তুললে প্রতিবার ৩০ টাকা চার্জ দিতে হবে। বর্তমানে এ চার্জ ১৫ টাকা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়েছে, ‘অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে নগদ টাকা তোলার ক্ষেত্রে প্রতি মাসে প্রথম ৫টি লেনদেনে গ্রাহকের কাছে আগের মতোই ১৫ টাকা চার্জ করা যাবে। তবে প্রতিবার সর্বোচ্চ ২০ হাজার টাকা তুলতে পারবেন গ্রাহক।’

আরও বলা হয়েছে, ‘কোনও গ্রাহক ২০ হাজার টাকার বেশি বা প্রতি মাসে ৫ বারের বেশি অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা তুলতে চাইলে দ্বিগুণ চার্জ পরিশোধ করতে হবে।’

অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহারে কার্ড ইস্যু করা ব্যাংকের খরচও বাড়ানো হয়েছে নতুন নির্দেশনায়।

সেখানে বলা হয়েছে, ‘এখন থেকে ব্যাংকগুলোকে এ ধরনের প্রতি লেনদেনের বিপরীতে ৩০টাকা চার্জ পরিশোধ করতে হবে। আগে ব্যাংকগুলোকে ২০ টাকা চার্জ দিতে হতো। যে ব্যাংকের এটিএম ব্যবহার করা হবে, চার্জের অ্যামাউন্ট সে ব্যাংক পাবে।’

এছাড়া, অনলাইনে আয়কর পরিশোধে চার্জ নিদিষ্ট করে দেওয়া হয়েছে সার্কুলারে।

সেখানে বলা হয়েছে, ‘কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ২৫ হাজার টাকা পর্যন্ত পরিশোধে সর্বোচ্চ ২০ টাকা এবং এর বেশি অ্যামাউন্ট পরিশোধে সর্বোচ্চ ৫০ টাকা চার্জ নিতে পারবে ব্যাংক।’

এছাড়া, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে লেনদেনের ১ শতাংশ বা ৩০ টাকার মধ্যে যেটি কম, সেটি চার্জ করা যাবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *