শেষ হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের জমজমাট লড়াই। ১৬ দল থেকে বাদ পড়লো ৮ দল। বিশ্বকাপের লড়াইয়ে টিকে রয়েছে আর মাত্র ৮টি। মোট ৩২টি অংশগ্রহণকারী দলের মধ্যে মোট বিদায় নিয়েছে ২৪টি। ইতোমধ্যেই শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে তা নির্ধারণ হয়ে গেছে।’
দ্বিতীয় রাউন্ডের শেষ দিনে আজ বিকেলে মুখোমুখি ছিল দুই ইউরোপিয়ান দেশ সুইজারল্যান্ড এবং সুইডেন। ওই ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠে গেছে সুইডেন। রাতের খেলায় হ্যারি কেইনের পেনাল্টি থেকে করা গোলের পর ইয়েরি মিনার গোলে সমতায় চলে আসে কলম্বিয়া।
‘
খেলা গড়ায় অতিরিক্ত সময়। সেখানেও নিষ্পত্তি হলো না ম্যাচের। শেষ পর্যন্ত জয়-পরাজয় নির্ধারণে ম্যাচ গড়ালো টাইব্রেকারে। সেখানেই ৪-৩ গোলে কলম্বিয়াকে হারিয়ে দেয় ইংলিশরা।’
শেষ আটে সুইডেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টার ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং সুইডেন।’