ডেস্ক নিউজ:
নেইমারকে ঘিরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ব্রাজিলের। সেই স্বপ্নটা উজ্জ্বল হয়েছে মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোতে এই ফরোয়ার্ডের পারফরম্যান্সে। তাই তাকে নিয়েই যত দুশ্চিন্তা প্রতিপক্ষের। বেলজিয়াম ডিফেন্ডার থোমাস মুনিয়ের যেমন বুঝতেই পারছেন না কীভাবে ঠেকাবেন নেইমারকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে খুব ভালো করে চেনেন মুনিয়ের। ক্লাব ফুটবলে তো দুজন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন প্যারিস সেন্ত জার্মেইয়ের জার্সিতে। ক্লাব ফুটবলের সতীর্থ জাতীয় দলের জার্সিতে মুখোমুখি হতে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী হিসেবে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার ব্রাজিল ও বেলজিয়াম শেষ আটে দাঁড়িয়ে যাচ্ছে মুখোমুখি। ক্লাব ব্রুজ থেকে ২০১৬ সালে মুনিয়ের নাম লিখিয়েছেন পিএসজিতে। আর গত মৌসুমে নেইমার প্যারিসের ক্লাবে যোগ দেওয়ায় তারা খেলেছেন সতীর্থ হিসেবে। ক্লাবে একসঙ্গে খেললেও নেইমারকে কীভাবে আটকাবেন বুঝতে পারছেন না মুনিয়ের। কারণ, তার কাছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বিশ্বের অন্যতম সেরা। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড তার চেনাছন্দে ফিরেছেন মেক্সিকোর বিপক্ষে আগের ম্যাচে। তার লক্ষ্যভেদেই ২-০ গোলে জেতা ম্যাচে ব্রাজিল এগিয়ে গিয়েছিল। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’কে এই ফরোয়ার্ড সম্পর্কে বেলজিয়াম রাইটব্যাক বলেছেন, ‘আমি জানি না ওকে কীভাবে আটকাবো। ওকে নিয়ে আগে থেকে মোটেও কিছু বলা যায় না। যাদের সঙ্গে বা বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে নেইমারই সম্ভবত সেরা খেলোয়াড়।’ শুধু নেইমার নন, পুরো ব্রাজিল নিয়েই চিন্তিত মুনিয়ের, ‘যাই হোক, আমি চেষ্টা করব (নেইমারকে আটকাতে)। জানি আমাদের সুযোগ আছে, তবে এটাও জানি ওকে আটকানো খুব কঠিন হবে। তাছাড়া শুধু নেইমার নয়, (ফিলিপে) কৌতিনিয়ো, (রবের্তো) ফিরমিনো, (গাব্রিয়েল জেসুস), মার্সেলো- পুরো দলটাই কঠিন।’ রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচের সবক’টি জিতেছে বেলজিয়াম। ১২ গোল করা ‘রেড ডেভিলদের’ বিশ্বকাপে টিকে থাকতে হলে ব্রাজিলের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার আহ্বান মুনিয়েরের। তিনি বলেছেন, ‘ওদের দলটা দুর্দান্ত। খুব জটিল কাজ। আমরা বিশ্বের সেরা দলের মুখোমুখি হতে যাচ্ছি। আমাদের সুযোগ আছে, তবে কাজটা খুব কঠিন।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমার মতে কঠিন একটি ম্যাচ অপেক্ষা করছে। আমরা বিশ্বকাপে ফেভারিট নই। ব্রাজিলকে হারাতে হলে আপনাকে ১২০ ভাগ দিয়ে চেষ্টা করতে হবে।’ ব্রাজিলের বিপক্ষে শেষ আটের লড়াইকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন মুনিয়ের, ‘ম্যাচটি আমাদের জন্য ফাইনাল। আমরা জানি আমাদের গুণমান ও একতাবদ্ধ পারফরম্যান্স দিয়ে তাদের হারানোর ক্ষমতা আছে। তবে এটাও জানি কাজটা সহজ হবে না।’
বার্তা বিভাগ প্রধান