Home » সিলেটকে হতাশায় ডুবিয়ে দারুণ জয় তুলে নিয়েছে রাজশাহী

সিলেটকে হতাশায় ডুবিয়ে দারুণ জয় তুলে নিয়েছে রাজশাহী

হোমে ভেন্যু সিলেটের পর চট্টগ্রামেও ভাগ্য খুলল না সিলেট স্ট্রাইকার্সের। বন্দরনগরীতে এসেও নিজেদের প্রথম ম্যাচে হার দেখল সিলেট। দাপুটে বোলিংয়ে সিলেটকে হতাশায় ডুবিয়ে দারুণ জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী। বিপিএলের ২৩তম ম্যাচে সিলেটকে ৬৫ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। এই জয়ে পয়েন্ট টেবিলে রাজশাহীর হলো ৬। ফলে টেবিলের চারে উঠে এসেছে তারা। অন্যদিকে সিলেট আগের মতোই চার পয়েন্ট নিয়ে আছে প্রায় তলানিতে।

আজ শুক্রবার মুখোমুখি হয়েছে সিলেট ও দুর্বার রাজশাহী। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে সিলেটের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে স্কোরবোর্ডে ১৮৪ রান তুলেছে রাজশাহী।

সিলেটের মতো পরাজয়ের বৃত্তে আটকা রাজশাহীও। নিজেদের অবস্থান শক্ত করতে জয় চাই। সেই লক্ষ্যে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে এনামুল হকের দল। তবে, আগে ব্যাটিং নিয়ে শুরুতে ঠিকঠাক দাঁড়াতে পারেনি রাজশাহী। দলীয় ২৯ রানেই হারায় প্রথম উইকেট। নাহিদুলের শিকার হয়ে ১৯ রানে ফেরেন মোহাম্মদ হারিস। আরেক ওপেনার জিসান আহমেদ করেন হারিসের চেয়ে এক বেশি। ২০ রান করে তিনিও শিকার হন নাহিদুলের। ওয়ানডাউনে নেমে দলটির অধিনায়ক এনামুল হক বিজয় খেলেন ৩২ রানের ইনিংস। চারে নেমে ২৭ বলে ৪১ করেন রায়ান বার্ল। এটাই রাজশাহীর ব্যাটারদের ব্যক্তিগত সর্বোচ্চ।

এ ছাড়া বেশি বড় ইনিংস খেলতে পারেননি কেউ। সবার ছোট ছোট সংগ্রহতে ভর করে শেষ পর্যন্ত সিলেটকে ১৮৫ রানের শক্ত লক্ষ্য দিতে পেরেছে দুর্বার রাজশাহী।

সিলেটের হয়ে ৩২ রান খরচায় তিন উইকেট নেম রুহেল মিয়া। ২০ রান দিয়ে দুই উইকেট নেন নাহিদুল ইসলাম। নিহাদুজ্জামানের শিকারও দুটি। জবাব দিতে নেমে মাত্র ১১৯ রানে থমকে গেছে সিলেট। সানজামুল-তাসকিনদের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩৯ রান করেছেন জাকির হাসান। আরেক ব্যাটার জাকের আলি করেছেন ২০ বলে ৩১ রান। বাকিরা কেউই রানের ইনিংস লম্বা করতে পারেননি। রাজশাহীর বোলার সানজামুল ইসলাম ২৫ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। আর তাসকিন আহমেদ নিয়েছেন দুই উইকেট।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *