সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুড়ছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা তিনটার দিকে মহানগরের চাঁদনীঘাটের ঝালুপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের।
ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বেলাল আহমেদ বলেন জানান, আমার ঘটনাস্থলে আছি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বিস্তারিত পরে জানানো হবে।
সুরমা নদীর দক্ষিণ তীরঘেষা এই চাঁদনিঘাট জায়গা যানবাহন বা গাড়িসংশ্লিষ্টদের সকল কিছু পাওয়া যায়। মোটরসাইকেল থেকে বাস-ট্রাক; সব গাড়িরই নতুন-পুরাতন যন্ত্রাংশের জন্য নির্ভরতার জায়গা এই চাঁদনীঘাট।
প্রতিনিধি