Home » ইয়াবার তিনটি চালানে আটক ৩

ইয়াবার তিনটি চালানে আটক ৩

সিলেটে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ইয়াবার তিনটি চালান আটক করা হয়েছে। এসময় ইয়াবা ব্যবসার অভিযোগে তিন মাদক কারবারিকেও আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ হাজার ৩৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ থানার খলাছড়া ইউনিয়নের লোহারমহল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ সোলেমান আহমদ (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশ। সে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের কাপ্তানপুর গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে।

এছাড়া বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকা থেকে ২ হাজার ১৮২ পিস ইয়াবাসহ আবদুল মুতলিব (৫২) নামের এক ব্যক্তিকে আটক করে র‌্যাব। আটক আবদুল মুতলিব জকিগঞ্জ থানার উত্তরকুল গ্রামের মৃত মেকাই মিয়ার ছেলে। এছাড়া জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ নোয়াগ্রামের অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তারেক আহমদ (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশ।

তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ২শ’ পিস ইয়াবা। তারেক নোয়াগ্রামের নুরুল ইসলামের ছেলে।আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়। পরে আদালতের নির্দেশে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *