Home » নিজ বাড়িতে হামলার শিকার বলিউড তারকা সাইফ আলি খান

নিজ বাড়িতে হামলার শিকার বলিউড তারকা সাইফ আলি খান

নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় বলিউড তারকা সাইফ আলি খান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরবেলা অজ্ঞাতনামা এক ব্যক্তি তার বাড়িতে অনুপ্রবেশ করে সাইফকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। স্থানীয় পুলিশ বিবিসি মারাঠিকে জানিয়েছে, অজ্ঞাতনামা এক ব্যক্তি মাঝরাতের পর কোনও একসময় তার বাড়িতে প্রবেশ করে। পরে ওই ব্যক্তির সঙ্গে অভিনেতা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই ব্যক্তি সাইফকে একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যান।

মুম্বাইয়ের একটি অভিজাত এলাকায় অবস্থিত ওই বাড়িতে স্বপরিবারে থাকেন সাইফ।

হামলার বিষয়ে অভিনেতার পরিবার জনসম্মুখে কোনও বিবৃতি দেয় নি। তবে তার প্রচারণা দল দাবি করেছে, চুরির প্রচেষ্টা থেকে এই হামলার ঘটনা ঘটেছে। এর চেয়ে বিস্তারিত তারা কিছু জানায়নি।

সাইফকে শহরের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের প্রধান কর্মকর্তা নিরাজ উত্তামানি বিবিসি মারাঠিকে জানিয়েছেন, সাইফকে ছবার ছুরিকাঘাত করা হয়েছে। এরমধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত মেরুদণ্ডের খুব কাছে চলে গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছেন।

সাইফকে হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার সকালে তার প্রচারণা দলের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সাইফ আলি খানের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করতে ভক্তদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেছেন, ভক্ত ও সংবাদমাধ্যমকে আমরা ধৈর্য ধরার আহ্বান জানাই। আপনাদেরকে সময়মতো সব জানানো হবে। মুম্বাই পুলিশ এই হামলার তদন্ত শুরু করেছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *