Home » বিএসএফের কাছ থেকে আটক বাংলাদেশিকে ২৪ ঘণ্টার মধ্যেই ফেরত এনেছে বিজিবি

বিএসএফের কাছ থেকে আটক বাংলাদেশিকে ২৪ ঘণ্টার মধ্যেই ফেরত এনেছে বিজিবি

নিরলস প্রচেষ্টা ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের কাছ থেকে আটক বাংলাদেশিকে ২৪ ঘণ্টার মধ্যেই ফেরত এনেছে বিজিবি। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্ত দিয়েই আটক বাংলাদেশি আলিমুল রহমানকে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতের ১৫২/ বড়বিল্লা বিএসএফ। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. ক. তানজির আহমেদ এক বার্তায় খবরটি নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, বুধবার ১৫২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টের সঙ্গে ৫০ বিজিবির অধিনায়ক পর্যায়ে ফলপ্রসূ পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিকে ফেরত আনা সম্ভব হয়েছে। আটকের পর থেকেই লাগাতার বার্তা বিনিময় ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করা এই বাংলাদেশিকে ফেরত আনা সম্ভব হয়।

তিনি জানান, এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বেউরঝাড়ি সীমান্তের ওপারে বড়বিল্লা নামক স্থানের ৩৮০/০৪ এস পিলার থেকে ভারতের ৩০০ গজ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের পর এক বাংলাদেশিকে আটক করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

ভারতের অভ্যন্তরে ‘বড়বিল্লা’ নামক স্থানে থেকে বিএসএফ ক্যাম্পের টহলদল বাংলাদেশি নাগরিক মানসিক ভারসাম্যহীন ও খুলনার বাসিন্দা আলিমুল রহমানকে (৪৫) আটক করে। এ বিষয়ে সংবাদ জানার পর বেউরঝাড়ী বিওপি কমান্ডার ১৫২/বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে বিএসএফ বিজিবির কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *