Home » শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনও দেয়নি ভারত

শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনও দেয়নি ভারত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি মিডিয়ার মাধ্যমে জেনেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনাদের মতো আমিও পত্রিকার মাধ্যমে বিষয়টি (ভিসার মেয়াদ) জেনেছি। এটি ভারতের বিষয়।’

শেখ হাসিনাকে ফেরত আনার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চিঠি দিয়েছি। কিন্তু তারা এখনও জবাব দেয়নি।’

উল্লেখ্য, বুধবার ভারতের গণমাধ্যমে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, বৈধভাবে ভারতে অবস্থানের জন্য শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এদিকে মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এদের মধ্যে গুমের সঙ্গে জড়িত অভিযোগে ২২ জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক চিঠি দিয়েছে বাংলাদেশ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *