সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই এবং কালাসাদেক বিওপির অভিযানে ৩ কোটি ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। সোমবার রাতে অভিযান চালিয়ে এ মালামাল আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।
আটককৃত মালামালের মধ্যে ছিল ভারতীয় শাড়ী, থান-কাপড়, রিপিটার, ডুপ্লেক্স, রেডিও সেট, কম্বল, ক্লপ জি ক্রিম, জিরা, চিনি, ঔষধ, আপেল, কমলা, বিভিন্ন প্রকার ক্রীম ও প্রসাধনী আইটেম। এসময় বাংলাদেশ থেকে পাচারকালে রসুনও আটক করে। যার প্রায় তিন কোটি পয়ত্রিশ লক্ষ আট হাজার আটশত নব্বই টাকা।
এর মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার কালাসাদেক বিওপির অভিযানে প্রায় ২ কোটি ৮৪ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করা হয়। সীমানা পিলার ১২৪৮ এর ৬ এস এর বাংলাদেশের অভ্যান্তরে ভোলাগঞ্জ স্থলবন্দর এলাকায় মেজর মোঃ নুরুল হুদার নেতৃত্বে বিজিবি বিশেষ অভিযান চালায়। এসময় বিজিবি চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারে সক্ষম হয়নি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।