আফগানিস্তানে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার রাতে (২৪ ডিসেম্বর) দেশটির পাকতিকা প্রদেশের বারমাল জেলায় এই হামলা করা হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে একটি গ্রাম। আফগান সংবাদমাধ্যম খামা প্রেস এই খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বারমাল জেলার অন্তত সাতটি গ্রামকে লক্ষ্যবস্তু করা হয়। লামন গ্রামে নারী ও শিশুসহ এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে।
একটি সূত্র খামা প্রেসকে জানিয়েছে, পাকতিকা প্রদেশের বারমাল জেলার ‘মুর্গ বাজার’ এলাকায় একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, পাকিস্তান যুদ্ধবিমান ব্যবহার করে বোমা হামলা চালিয়েছে।
তবে তালেবান বা পাকিস্তান কেউই এখন পর্যন্ত হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
হামলায় পাকিস্তানি জেট বিমানের কথিত ব্যবহার এই অঞ্চলে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।