Home » ইলন মাস্ক কি জিমেইলের ‘প্রতিদ্বন্দ্বী’ নিয়ে আসছেন?

ইলন মাস্ক কি জিমেইলের ‘প্রতিদ্বন্দ্বী’ নিয়ে আসছেন?

জিমেইলের প্রতিপক্ষ হিসেবে আসতে চলেছে “এক্সমেইল”! এমনই আভাস দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। জিমেইলের প্রতিদ্বন্দ্বী হিসেবে লঞ্চ হতে পারে এই “এক্সমেইল”। ইলন মাস্ক যা ইঙ্গিত করেছেন তাতে মনে হচ্ছে এক্স মাধ্যম একটি নতুন ইমেইল ফিচার হয়তো চালু করতে চলেছে, যা জিমেইলের সঙ্গে জোরকদমে পাল্লা দিতে পারবে।

“ডজ ডিজাইনার” এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানেই উল্লেখ রয়েছে “এক্সমেইল”- এর। এই পোস্টের কমেন্টে নিজের মতামতও জানিয়েছেন, এক্স মাধ্যমের সর্বেসর্বা ইলন মাস্ক। তিনি লিখেছেন, এক্স মাধ্যমে এখনও যা যা জিনিস করার বাকি রয়েছে তার মধ্যে “এক্সমেইল” একটি। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে, এবার হয়তো জিমেইলের প্রতিদ্বন্দ্বী হিসেবে “এক্সমেইল” লঞ্চ করতে চলেছে ইলন মাস্কের এক্স সংস্থা।

এক্স- এর আগের নাম ছিল টুইটার। মার্কিন ধনকুবের ইলন মাস্ক যখন এই সোশ্যাল মিডিয়া মাধ্যমের দায়িত্ব নিয়েছিলেন, তখনও নাম ছিল টুইটার। পরবর্তীতে টুইটারের নাম পরিবর্তন করেন ইলন মাস্ক। আর তার সঙ্গেই এই সোশ্যাল মিডিয়া মাধ্যমের একাধিক ফিচার বদলাতে শুরু করে। কিছু ফিচার বাতিল হয়ে নতুন ফিচার চালু হয়েছে। কিছু ক্ষেত্রে পুরনো ফিচারই রয়েছে, তবে একটু নতুন আঙ্গিকে। এবার এক্সমেল লঞ্চ করতে চলেছে ইলন মাস্কের সংস্থা, এমনই শোনা যাচ্ছে। যদিও জিমেইলের এই প্রতিদ্বন্দ্বী মাধ্যম কবে চালু হবে, সেখানে কী কী ফিচার থাকবে, সেই প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছুই জানা যায়নি।

জিমেইল আমাদের অনেকের জীবনেই কর্মসূত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মাধ্যম। অফিসের কাজের জন্য আনুষ্ঠানিক নথিভুক্ত করার কাজে সবার আগে ব্যবহার করা হয় জিমেইল। বড় সাইজের ছবি, ফাইল অনায়াসে পাঠানো যায় জিমেইলের মাধ্যমে। এছাড়াও ব্যবস্থা রয়েছে চ্যাটিং করারও। ইউজাররা যাতে সহজে ব্যবহার করতে পারেন তার জন্য একাধিক সুবিধাজনক ফিচার রয়েছে জিমেইলের মধ্যে। অতএব এমন একটা মাধ্যমকে পাল্লা দিতে হলে “এক্সমেইল”- এও ইউজার ফ্রেন্ডলি ফিচার অতি অবশ্যই থাকতে হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *