Home » স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের জন্য এগিয়ে আসতেই নেতা–কর্মীদের ধাক্কাধাক্কিতে মেঝেতে বসে পড়ে যান তিনি। পরে ধীরে ধীরে সেখানেই শুয়ে পড়েন।

আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। পরে নেতা–কর্মীরা তাঁকে পাঁজাকোলা করে দ্রুত চ্যানেল২৪–এর গাড়িতে তোলেন। সেই গাড়ি দ্রুত স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদ বেদীতে ফুল দেওয়ার পরে ব্যাপক ধাক্কাধাক্কি শুরু করেন বিএনপির নেতা–কর্মীরা। সেখান থেকে একটু সামনেই অপেক্ষা করছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের অর্ধ শতাধিক সংবাদকর্মী। মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে এসেছিলেন। সংবাদকর্মীদের ক্যামেরার সামনে এসে তিনি অসুস্থতা বোধ করতেই মেঝেতে বসে পড়েন। তখনও তাঁকে দেখার জন্য ধাক্কাধাক্কি করতে থাকেন নেতা–কর্মীরা। কেন্দ্রীয় নেতাদের ঘিরে ভিড় করেন স্থানীয় নেতা–কর্মীরা। কয়েক মিনিট পরেই মেঝেতে শুয়ে পড়েন মির্জা ফখরুল। তখন তাঁর মাথায় পানি দিতে দেখা যায়। পরে তাঁকে তুলে নিয়ে সৌধ ত্যাগ করেন নেতা–কর্মীরা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় সিএসএফের সদস্যদের।

পরে স্মৃতিসৌধের ভেতরে থাকা চ্যানেল–২৪–এর একটি মাইক্রোবাসে মির্জা ফখরুলকে তুলে নিয়ে সাড়ে ১০টার দিকে দ্রুত বের হয়ে যান নেতারা।

সেই গাড়িতে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য, ধামরাই উপজেলা যুবদল সভাপতি মুরাদসহ আরও দুই ব্যক্তিকে দেখা গেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপূণ রায়, সাভারের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, তাৎক্ষণিক ভাবে তাঁকে সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওযা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *