জুলাই–আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট দেশ থেকে ফেসবুকে যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার পলিসি বিভাগের পরিচালক মিরান্ডা সিজনসের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘ফেসবুকে ব্যাপকহারে অপতথ্য ছড়ানো হচ্ছে, আমরা এর ভুক্তভোগী।’
জবাবে মিরান্ডা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে জানান, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে অপতথ্য ছড়ানোর বিষয়ে তারা সতর্ক আছেন।
এসময় প্রযুক্তিকে তরুণদের জন্য আরও সহজ করতে মেটা পরিচালককে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘কোনো কিছু পরিচালনা করার জন্য প্রযুক্তি। কিন্তু প্রযুক্তি এটা নির্ধারণ করতে পারে না আমরা কি পরিচালনা করব। তাই প্রযুক্তিকে নির্ভুল বানাতে আমাদের এটিকে পুনর্নির্মান করতে হবে। ফেসবুকের অনেক সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে।’
ড. ইউনূস জানান, তরুণ জনগোষ্ঠীর উন্নয়নে ফেসবুকের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পৃক্ততা অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারী সজীব এম খায়রুল ইসলামসহ অনেকে।