সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ঢাকা-দিল্লি পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনাই তার এ সফরের লক্ষ্য।
বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের মধ্যে তিনি ঢাকায় আসছেন। আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই দেশটির কোনো উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম ঢাকা সফর।
সংক্ষিপ্ত এ সফরে বিক্রম মিশ্রি বাংলাদেশের সচিব সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যিকভাবে শুধু বাংলাদেশ নয় ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিক্ত ইস্যুতে নয় দ্বিপাক্ষিক আলোচনা হবে বাণিজ্য, কানেকটিভিটি, সীমান্ত ও পানিবণ্টন নিয়ে। তবে বেশি গুরুত্ব পাবে সর্ম্পক উন্নয়নে।
গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে দ্বিপাক্ষিক ফরেন অফিস কনসালটেশন বৈঠকে অংশ নেবেন মিশ্রি।
গত সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং পশ্চিমবঙ্গের কলকাতার উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়। ঢাকা-দিল্লির কূটনৈতিক ইতিহাসে এটি প্রথম হামলার ঘটনা। পরে ওই দুই মিশন প্রধানকে ঢাকায় ডেকে পাঠানো হয়।
হামলার ঘটনাকে গভীরভাবে দুঃখজনক অভিহিত করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।