Home » সুনামগঞ্জের ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যম গুজব ছড়াচ্ছে: মানজুর আল মতিন

সুনামগঞ্জের ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যম গুজব ছড়াচ্ছে: মানজুর আল মতিন

সুনামগঞ্জে জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি দলের সদস্য মানজুর আল মতিন বলেছেন, বাংলাদেশ এখন হিন্দু, মুসলমানের ঐক্যের বাংলাদেশ। দোয়ারা বাজারে পবিত্র কুরআনকে কেন্দ্র করে যখন হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি-ঘরে হামলার চেষ্টা হয়। তখন মসজিদের ইমাম ও মাওলানা তাদের রক্ষা করেছেন। বিষয়টি সারা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার মংলার গাঁও পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পবিত্র কুরআন অবমাননা কারী আকাশ দাসের শাস্তি হোক আমরা চাই, তবে এই ঘটনাকে কেন্দ্র করে যে বাড়ি-ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা সরকারকে অবশ্যই ক্ষতি পূরণ দিতে হবে। দোয়ারা বাজারে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার নিয়ে ভারতীয় গণমাধ্যম অনেক মিথ্যাচার ও গুজব চড়াচ্ছে। সত্য ঘটনা পুলিশ প্রশাসনকে খুঁজে বের করে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জে জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি দলের সদস্য প্রীতম দাশ, তাজনুভা জাবিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার রাতে কুরআন অবমাননা করে ফেসবুকে হিন্দু যুবকের পোস্ট করার ঘটনায় ফেসবুক ও এলাকায় উত্তেজনা ছড়ায়। এ সময় কয়েকটি হিন্দু বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *