Home » নেইমার ম্যাচের ফল পাল্টে দিতে পারে

নেইমার ম্যাচের ফল পাল্টে দিতে পারে

ডেস্ক নিউজ: ২০০২ সালের পর আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। আর এই স্বপ্নটা তাদের নেইমারকে ঘিরে। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন সতীর্থ কাসেমিরো। তার মতে, নেইমার যে কোনও মুহূর্তে পাল্টে দিতে পারেন ম্যাচের গতিপথ। লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমার- সময়ের তিন সেরা খেলোয়াড়ই আছেন বিশ্বকাপের শেষ ষোলোতে। তিন তারকারই প্রশংসা ঝরেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর কণ্ঠে। ক্লাব সতীর্থ হিসেবে খেলেন রোনালদোর সঙ্গে, আর জাতীয় দলে পান নেইমারকে, তাই তাদের প্রতি ভালোবাসা বেশি থাকাই স্বাভাবিক। এই দুজন কাসেমিরোর কাছে ‘অন্য গ্রহের খেলোয়াড়’। রোনালদো ও নেইমার সম্পর্কে এই ডিফেন্সিভ মিডফিল্ডার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই দুই খেলোয়াড় অস্বাভাবিক। তারা ম্যাচের যে কোনও পর্যায়ে ফল পাল্টে দিতে পারে। আমার মতে, তারা অন্য গ্রহ থেকে এসেছে।’ রোনালদো ও নেইমারের সঙ্গে মেসিকে যোগ করে এরপর বললেন, ‘এরা বিশ্বের সেরা তিন খেলোয়াড়: ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমার। আমি খুব সৌভাগ্যবান যে এদের মধ্যে দুজনের সঙ্গে খেলতে পারছি।’

আলাদাভাবে নেইমারের প্রশংসা করলেন কাসেমিরো, ‘নেইমারের সম্পর্কে বললে, ও যে কোনও সময় ম্যাচের ফল পাল্টে দিতে পারে, আর এই কারণেই সে বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন।’

রাশিয়া বিশ্বকাপে ‘হট ফেভারিট’ বলা হচ্ছে ব্রাজিলকে। প্রথম ম্যাচে খুব একটা ভালো পারফর্ম করতে না পারলেও গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে সেলেসাওরা দেখিয়ে দিয়েছে কেন ফেভারিট বলা হচ্ছে তাদের। সংবাদ সম্মেলনে ফেভারিট প্রসঙ্গে কথা তুলতেই কাসেমিরো জানিয়ে দিলেন, ‘সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনারাই (মিডিয়া) ফেভারিট নিয়ে কথা বলেন। আমরা খেলোয়াড়রা খুব ভালো করেই জানি ফেভারিট তত্ত্ব আমাদের ম্যাচ জেতাবে না। আমরা খুব ভালো উদাহরণ পেয়েছি জার্মানিকে দিয়ে। দুর্দান্ত খেলোয়াড় থাকায় তারা বিশ্বকাপ শুরু করেছিল ফেভারিট হিসেবে, অথচ প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *