Home » ১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ

১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ

টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে যুব টাইগাররা।

প্রথমে ব্যাট করে পাকিস্তান ৩৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৬ রান সংগ্রহ করে। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ৪ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেন। মারুফ মৃধা ২ উইকেট এবং আল-ফাহাদ ও দেবাশীষ দেবা ১টি করে উইকেট শিকার করেন।

জবাবে, বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ঝোড়ো ৬১ রানের ইনিংসে ভর করে ২২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তামিম মাত্র ৪২ বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬১ রান করেন। শিহাব জেমস ২৬ রান করে আউট হন।

এই জয়ে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠলো। আগামী রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ভারত।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *