Home » ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা: জেলায় জেলায় বিক্ষোভ

ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা: জেলায় জেলায় বিক্ষোভ

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম ষোলশহর রেলস্টেশনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এসময় তারা বলেন, বাংলাদেশকে নিয়ে কোনো দেশ পাঁয়তারা করলে তাদেরকে কঠিন হাতে দমন করা হবে। ভারত, আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতীশীল করার ষড়যন্ত্র করছে। দিল্লির নীলনকশা রুখে দিতে সকলের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। পরে, ষোলশহর থেকে মিছিল বের হয়ে মুরাদপুরে গিয়ে শেষ হয়।

রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রংপুর জেলা ও মহানগর কমিটির উদ্যোগে রাত ৯টায় নগরীর প্রেসক্লাবের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও প্রেসক্লাবে এসে সমাবেশ করেন তারা।

বগুড়ায় ভারতীয় আগ্রাসনবিরোধী প্রতিবাদ মশাল মিছিল বের করেছে শিক্ষার্থীরা। রাত পৌনে ১০ টার দিকে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা এ মশাল মিছিলটি বের করে। এসময় তারা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, আজ দুপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটে। হামলার ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুন ধরিয়ে দেয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *