অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক শিশুসহ দুই ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনারা গাজার পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী খান ইউনুস শহরের কাছে শুক্রবার ১৩ বছর বয়সি ফিলিস্তিনি বালক মুসাব আইমানের মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
একইদিন গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে ইসরাইলি সেনাদের গুলিতে ২৪ বছর বয়সি ফিলিস্তিনি যুবক মুহাম্মাদ ফাউজি মুহাম্মাদকে গুলি করে। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান।’
‘শুক্রবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে সেনাদের হামলায় আরো অন্তত ৩১০ ফিলিস্তিনি আহত হয়েছেন।’
‘গত ৩০ মার্চ থেকে গাজা উপত্যকার সঙ্গে ইসরায়েলের সীমান্ত বেড়ার কাছে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর সেনাদের পাশবিক হামলায় এ পর্যন্ত ১৪ শিশুসহ অন্তত ১৩৫ ফিলিস্তিনি নিহত ও প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।’ খবর: আল আরাবিয়া