১০ দিনের সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১১ ডিসেম্বর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
মির্জা ফখরুলকে বহন করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা ছাড়ে। এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।
জানা গেছে, রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তাঁর দেখা হতে পারে।
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন ১৩ ডিসেম্বর। সে জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।