Home » কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ঢাকার নিন্দা

কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ঢাকার নিন্দা

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টাকে অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানানো হয়। শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে একটি হিন্দু সংগঠন সহিংস বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা এবং প্রধান উপদেষ্টার ছবি অবমাননা করে। এরপর থেকে ডেপুটি হাইকমিশনের সকল সদস্য নিরাপত্তাহীনতায় রয়েছে। বিষয়টি বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে।

এছাড়াও, বিবৃতিতে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ও ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বানও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *