যে কোনো আন্দোলনে যুক্ত হওয়ার আগে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। গত ২ সপ্তাহ আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার বনানী অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে পরিস্থিতি না বুঝে কারও ইন্ধনে শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত না হওয়ার পরামর্শ দেয় সেনাবাহিনী। চলমান সংকট সমাধানে সহযোগিতার আহ্বানও জানিয়েছে তারা।
সারা দেশে গত দুই সপ্তাহে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আজ বৃহস্পতিবার বনানী অফির্সাস মেসে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এ সময় ৫ আগস্ট সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে চলমান সংকট সমাধানে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় পরিস্থিতি না বুঝে কারও ইন্ধনে শিক্ষার্থীদের কোনো আন্দোলনে যুক্ত না হতে আহ্বান জানান কর্নেল ইন্তেখাব হায়দার খান।
সেনাসদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, ‘সেনাবাহিনী দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৪০টি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে ও ১৮টি সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে। বিভিন্ন ধরণের অপরাধের সঙ্গে সম্পৃক্ত মোট ১৩২৮ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, পাহাড়ে শান্তি বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী। তারই অংশ হিসেবে অভিযান চালিয়ে ১৭৯ কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে নিহত হয়েছেন ৭ সেনা সদস্য।
সেনাসদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, ‘গত ২০ জুলাই থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর ১২৩ জন সদস্য হতাহতের শিকার হয়েছেন। এর মধ্যে একজন অফিসার শাহাদত বরণ করেছেন। এবং ৯ জন অফিসারসহ ১২২ জন সেনা সদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।’
২ সপ্তাহে ২৪টি অবৈধ অস্ত্র ও ৩৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ছাড়া ২২৮ মাদক ব্যবসায়ী ও নানা ঘটনায় ১ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ জুলাই থেকে সেনাবাহিনীর ১২৩ জন আহত ও এক কর্মকর্তা নিহত হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।