Home » আয়ারল্যান্ডে সালমা-জাহানারাদের সিরিজ জয়

আয়ারল্যান্ডে সালমা-জাহানারাদের সিরিজ জয়

ডেস্ক নিউজ:

শেষ ওভারের রোমাঞ্চ যেন নিত্য সঙ্গী হয়ে উঠেছে বাংলাদেশের মেয়েদের। শুক্রবার শেষ ওভারের রোমাঞ্চেই আরও একটি ম্যাচ জিতলো সালমা-রুমানারা। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ছয় রান। এইমেয়ার রিচার্ডসনের প্রথম বলে সানজিদা মিড অনে সজোরে ব্যাট চালিয়ে তুলে নেন ছক্কা। আর তাতে ৪ উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো বাংলাদেশের মেয়েরা। শুক্রবার ডাবলিনে আগে ব্যাট করে বাংলাদেশকে ১২৪ রানের লক্ষ্য বেঁধে দেয় আয়ারল্যান্ড। সেই লক্ষ্যে খেলতে নেমে ৫ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে সালমারা। ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ী বাংলাদেশ ১২৫ রানের লক্ষ্য খেলতে নেমে শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। দলীয় ২১ রানে আয়েশা ফিরে গেলেও সমস্যায় পড়তে হয়নি দলকে। দ্বিতীয় উইকেটে ওপেনার শামিমার সঙ্গে যোগ দিয়ে ফারজানা হক গড়ে তুলেন ৭৫ রানের জুটি। এই জুটিই জয়ের ভিত গড়ে দেয় লাল-সবুজ জার্সিধারীদের। আউট হওয়ার আগে শামিমা ক্যারিয়ার সেরা ৫১ রানের ইনিংস খেলেন। ৪৯ বলে ৯ চারে সাজানো ছিল শামিমার ইনিংস। শামিমার বিদায়ের পর সঙ্গী হারিয়ে ফিরে যান ফারজানাও। তিনি ৩৪ বলে ৩ চার ও ১ ছক্কায় খেলেন ৩৬ রানের ইনিংস। এই দুইজনের বিদায়ের পর দলকে থিতু হতে ব্যর্থ হন নিগার, রুমানা ও ফাহিমা। যদিও শেষ ওভারে সানজিদার সাহসী ব্যাটিংয়ে প্রত্যাশিত জয় পায় বাংলাদেশ। ৯ বলে ১ ছক্কায় সানজিদা ১১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। আইরিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন সিয়ারা ম্যাটক্যাফে ও লরা ড্যালনি। এছাড়া জয়েস ও রিচার্ডসন প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া আয়ারল্যান্ডকে শুরু থেকেই চাপে ফেলে দেয় বাংলাদেশের বোলাররা। আগের ম্যাচে ক্লেয়ার শিলিংটনকে (২) লেগবিফরের ফাঁদে ফেলা জাহানারা আজকেও তাকে ফেরান সাজঘরে। শুরুতে ক্লিন বোল্ড করে আইরিশ এই ওপেনারকে ফেরান তিনি। দলীয় আরও ৬ রান যোগ হতে গ্যাবি লুইসকেও (৫) ফেরত পাঠান। একমাত্র ওপেনার সিলেসিয়া জয়েসকে ছাড়া বাকি ব্যাটসম্যানদের ঠিকমতো শাসন করতে পেরেছে বাংলাদেশে বোলাররা। গত দুই ম্যাচ ধরে দারুণ বোলিং করা জাহানারা সিলেসিয়ার কাছে ছিলেন অসহায়। লরা ড্যালনিকে সঙ্গে নিয়ে সিলেসিয়া তৃতীয় উইকেটে গুরুত্বপূর্ণ ৬৩ রানের জুটি গড়েছেন। লরা ২০ রানে ফিরে গেলে একপ্রান্তে অবিচল ছিলেন সিলেসিয়া। শেষ পর্যন্ত ফাহিমা খাতুনের ফিরতি ক্যাচে সাজঘরে ফিরলে ম্যাচে ফেরে বাংলাদেশ। যাওয়ার আগে ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলেন ৩৪ বছর বয়সী অভিজ্ঞ এই ব্যাটসম্যান। শেষ দিকে শোনা কাভাঘাংয়ের ঝড়ো ১৫ রানে স্কোরবোর্ডে ১২৪ রান তুলতে পারে স্বাগতিকরা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দারুণ বোলিং করেছেন পেসার জাহানারা। এদিন ৪ ওভারে ১৫ রান খরচায় তুলে নিয়েছেন দুটি উইকেট। এছাড়া বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ১৮ রানে দুটি এবং রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নিয়েছেন।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *