Home » আয়ারল্যান্ডকে ৯৮ রানে অলআউট করে বাংলাদেশের রেকর্ড জয়

আয়ারল্যান্ডকে ৯৮ রানে অলআউট করে বাংলাদেশের রেকর্ড জয়

প্রথমে পেসার মারুফা আক্তার, পরে দুই স্পিনার নাহিদা আক্তার ও সুলতানা খাতুন। এই তিন জনের বোলিংয়ে খেই হারায় আয়ারল্যান্ড। বাংলাদেশের বোলারদের বিপক্ষে মাত্র ৯৮ রানে অলআউট হয় তারা। তাতে করে ১৫৪ রানের বড় জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো নিগার সুলতানা জ্যোতির দল। রানের ব্যবধানে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি। এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৯ রানে জিতেছিল বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ২৫৪ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে আইরিশ মেয়েরা তৃতীয় ওভারেই উইকেট হারায়। মারুফার গতির কাছে পরাস্ত হয়ে পর পর দুই বলে গ্যাবি লুইস (৫) ও অ্যামি হান্টার (০) সাজঘরে ফেরেন। মিডল অর্ডারে ওরলা প্রেন্ডারগাস্ট ও লরা ডেনলি ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি। বাঁহাতি স্পিনার নাহিদা ও অফস্পিনার সুলতানার ঘূর্ণিতে আইরিশ কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি।

আইরিশ ব্যাটারদের মধ্যে রাবেয়ার বলে রান আউট হওয়া সারাহ ফোর্বস সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেন। এর বাইরে ডেনলি ২২ ও লুইস ১৯ রানের ইনিংস খেলেন।

শুরুতেই ৪ ওভার করা পেসার মারুফ এক ওভারেই নেন দুটি উইকেট। এরপর আর বোলিংয়ে আনা হয়নি এই পেসারকে। দুই স্পিনার নাহিদা ও সুলতানা প্রত্যেকে তিনটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুই ওপেনার ফারজানা হক পিংকিং ও মুর্শিদা খাতুন মিলে মন্থর শুরু করেছিলেন। কিছুটা স্লো ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে বাংলাদেশ ৫৯ রান তোলে। ১০ ওভারে ৪৫টি বল ছেড়ে দিয়েছেন দুই ওপেনার। মুর্শিদা ৬১ বলে ৩৮ রানে আউট হলেও আরেক ওপেনার পিংকিং হাফ সেঞ্চুরি করেছেন। ১১০ বলে ৪ চারে ৬১ রানের ইনিংস খেলেছেন তিনি। আউট হওয়ার আগে অবশ্য শারমিনের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন ফারজানা।

ফারজানা আউটের পর শারমিন ও অধিনায়ক নিগার মিলে দ্রুত রান তুলতে থাকেন। বিশেষ করে শারমিনের ইনিংস ছিল আগ্রাসী। দুজনের ৬১ রানের জুটিতে বাংলাদেশ দল অনায়াসেই দুইশ পেরিয়ে যায়। নিগার ২৮ বলে ২৮ রান করে আউট হন। তার আউটের পরও শারমিন হাত খুলে খেলতে থাকেন। ৪৯তম ওভারের শেষ বলে মিড অফে লম্বা শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে সেঞ্চুরি পেয়েছিলেন শারমিন আক্তার সুপ্তা। কিন্তু ওই ম্যাচটি আন্তর্জাতিক স্বীকৃত ছিল না। যে কারণে শারমিনের ওই সেঞ্চুরি রেকর্ডবুকে নেই, থাকলে তিনিই হতেন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। তবে দুর্ভাগ্য তার। ওই ম্যাচে সেঞ্চুরি করেও লাভ হয়নি, আজকে ৬ রানের আক্ষেপ নিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন। ৯৬ রানে আউট হলেও তার ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ দল ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ ২৫২ রান করেছে। ৮৯ বলে ১৪ চারে তিনি নিজের ইনিংসটি সাজান। এছাড়া স্বর্ণা আক্তার ৯ বলে ১৩ এবং সোবহানা মোস্তারি ৩ বলে ৫ রানে অপরাজিত থাকেন।  এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছর ২৫০ রান তুলেছিল ৩ উইকেট হারিয়ে।

আইরিশ বোলারদের মধ্যে ফ্রেয়া সার্জেন্ট সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া অ্যামি মাগুরি ও লরা ডেলানি প্রত্যেকে একটি করে উইকেট পান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *