লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় লেবানিজ সৈন্য নিহত হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক এই হামলায় এক লেবানিজ সৈন্য নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘হামলার ঘটনাটি এমন এক এলাকায় ঘটেছে যেখানে হিজবুল্লাহর সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ চলছে। সেখানে লেবানিজ সেনা হতাহতের ঘটনায় আমরা অনুতপ্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের লড়াই হিজবুল্লাহর বিরুদ্ধে, লেবাননের সেনাবাহিনীর বিরুদ্ধে নয়।’
ইসরায়েল এমন এক সময়ে হামলা করেছে যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তিনি বলেছেন, ইসরায়েলের এ হামলা যুদ্ধবিরিতি প্রস্তাবের ‘নির্লজ্জ প্রত্যাখ্যান’।
এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধের মধ্যে লেবাননের সেনাবাহিনী নিজেদের জড়ায়নি। তারপরও এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় লেবাননের অন্তত ৪০ জন সেনা নিহত হয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল–হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গত সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি লেবাননের ভেতরে স্থল অভিযানও শুরু করেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৬৪২ জন এবং আহতের সংখ্যা ১৫ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে।